
নবীনগরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট এম এ মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নবীনগর উপজেলার ২১টি ইউনিয় ও একটি পৌরসভার নৈতিক ওয়ার্ডের বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
দুপুর ১টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের হাত থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় নবীনগর উপজেলা ২১টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌরসভা ৯টি ওয়ার্ডের সভাপতি,ও অসাধারণ সম্পাদক বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় স্থানীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব মাসুদুর রহমান মাসুদ, সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
জনাব আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক, নবীনগর উপজেলা বিএনপি।
জনাব মাসুদ রানা, সাধারণ সম্পাদক, নবীনগর পৌর বিএনপি।
জনাব দেলোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক, নবীনগর উপজেলা বিএনপি।
জনাব এ আর মজিব, চেয়ারম্যান, শিবপুর ইউনিয়ন ও সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি।
জনাব আমির হোসেন, সভাপতি, নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, শুকুর খান, জাবেদুল ইসলাম জাবেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
মনোনয়নপত্র সংগ্রহের পর ঢাকা থেকে মুঠোফোনের মাধ্যমে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। তিনি বলেন:
”আমি ইনশাআল্লাহ সবসময় নবীনগরের সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি যাতে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ ও আধুনিক নবীনগর গড়তে পারি।”
উপস্থিত নেতাকর্মীরা জানান, অ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে নবীনগর বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তারা আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

সোহেল খান 





