
নবীনগরে ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির: নবীনগরে কড়া বার্তা।
১৭ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার নবীনগর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনসহ সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে এসব সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে।
গত বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় যা বলা হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীদের লাগানো নির্দিষ্ট কিছু প্রচার সামগ্রী নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করতে হবে।
দেয়াল লিখন ও বিলবোর্ড। নির্বাচনী গেইট, তোরণ বা ঘের। স্থানীয় সরকার ও প্রশাসনের ভূমিকা
ইসি জানিয়েছে, নবীনগর পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে এসব সামগ্রী না সরান, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সোহেল খান 


