নবীনগরে উৎসবমুখর পরিবেশে নজরুল ইসলাম নজুর মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌরসভা ৯টি ওয়ার্ড ও ২১টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জনাব নজরুল ইসলাম নজু।
মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন দলের নেতৃবৃন্দ। সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের হাত থেকে নজরুল ইসলাম নজুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নবীনগর উপজেলা সভাপতি এডভোকেট মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার সিনিয়র নেতা আব্দুল মোতালেব মাস্টার, নবীনগর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাসেম নীরব, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ আকাশ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি।
পুরো কার্যক্রমটি সঞ্চালনা করেন নবীনগর পৌর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজগর আলী রবিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ দুলাল আল মাইজভান্ডারী এবং নবীনগর পশ্চিম ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন জীবনসহ নবীনগরের ২১টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতৃবৃন্দ জানান, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নজরুল ইসলাম নজু একজন যোগ্য প্রার্থী। পুরো কার্যক্রমটি নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।