
নবীনগর পৌরসভা ৫নং ওয়ার্ড গণঅধিকার পরিষদের২৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গণঅধিকার পরিষদ (জিওপি) নবীনগর পৌরসভার ৫নং ওয়ার্ডের ২৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক সভার মাধ্যমে আগামী ৩ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবীনগর পৌরসভা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম নিরব-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী রবিন-এর সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নবীনগর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মেহেদী হাসান।
নবগঠিত এই কমিটিতে মোঃ মনির হোসেন-কে আহ্বায়ক এবং মোঃ ইসমাইল হোসেন-কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো: চান বাদশা।
যুগ্ম আহ্বায়কবৃন্দ: মো: দেলোয়ার, মো: আব্দুল করিম ও মো: জুয়েল।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মো: উজ্জ্বল।
যুগ্ম সদস্য সচিববৃন্দ: মো: রহমত উল্লাহ, মো: আশরাফুল, মো: নাজিম ও মো: সবুজ।
কার্যকরী সদস্যবৃন্দ:
২৫ সদস্যের এই কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— মো: আনোয়ার হোসেন, মো: সুজন, মো: মাওলা, মো: আশিক, মো: নিশাত, মো: সাইফুল, মো: মামুন, মো: সোহাগ, মো: মাইনুল, মোঃ আল আমিন, মো: আব্দুল করিম-২, মো: রিফাত এবং মোছা: জিয়াসমিন।
- সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নতুন প্রজন্মের রাজনীতি ও জনকল্যাণমূলক কাজে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী তিন মাসের মধ্যে ওয়ার্ডের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আলীয়াবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সোহেল খান 





